বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গণপিটুনিতে নেতৃত্ব দেয়া সেই হৃদয় নারায়ণগঞ্জে গ্রেফতার

আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১০:২৫

ছেলেধরা সন্দেহে রাজধানীর বাড্ডায় এক নারীকে গণপিটুনিতে নেতৃত্ব দেয়া সেই হৃদয়কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগ। ডিএমপির ডিসি ( মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ভূলতা এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার  করেছে ডিবি পুলিশের পূর্ব বিভাগের একটি টিম। বর্তমানে হৃদয় ডিবি পুলিশ হেফাজতেই রয়েছে।

 

উল্লেখ্য, শনিবার সকালে উত্তর-পূর্ব বাড্ডার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলেধরা সন্দেহে পিটিয়ে তাসলিমাকে হত্যা করে স্থানীয়রা।

আরো পড়ুন : ছেলেধরা সন্দেহে গণপিটুনি, গ্রেফতার ৬

স্কুলটিতে নিজের চার বছরের মেয়ের ভর্তি করানোর জন্য তথ্য সংগ্রহ করতে গিয়েছিলেন তাসিলমা।

 

নিহত তাসলিমার বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। রাজধানীর মহাখালীতে চার বছরের মেয়ে ও মাকে নিয়ে থাকতেন তিনি। দুই বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তার ১১ বছরের একটি ছেলেও রয়েছে। ছেলেটি বাড্ডায় বাবার সঙ্গে থাকে।

 

ইত্তেফাক/ইউবি