শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাগুরায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৮:৫৮

মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়নাল শরীফ (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি সদর উপজেলার জগদল ইউনিয়নের গফুর শরীফের ছেলে। জয়নাল ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। 

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, গত ৯ আগস্ট জয়নাল শরীফ ঢাকা থেকে জ্বর নিয়ে মাগুরায় আসেন। পরদিন তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষা করলে ডেঙ্গু ধরা পড়ে। পরে ১০ আগস্ট তাকে ফরিদপুর মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।

আরও পড়ুন: স্ত্রীর সম্মান বাঁচাতে গিয়ে বখাটেদের হাতে মার খেলেন প্রধানমন্ত্রী গোল্ড মেডেল প্রাপ্ত শিক্ষক

বুধবার (১৪ আগস্ট) অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। তার পরিবার ঢাকায় না নিয়ে মাগুরার গ্রামের বাড়ি নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি নিজ বাড়িতে মারা যান। 

ইত্তেফাক/অনি