মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝালকাঠিতে কিশোরী অপহরণ মামলায় যুবকের ১৪ বছর সশ্রম কারাদণ্ড

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫০

ঝালকাঠিতে এক কিশোরী অপহরণ মামলায় আসামি শেখ খালেদ মোর্শেদ ওরফে মঈন (৩৩)কে ১৪ বছর সশ্রম করাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আদালত ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার দুপুরে ঝালকাঠি নারী ও শিশু ট্রাইব্যুনাল বিশেষ আদালত-২ এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় প্রদান করেন।
আসামি শেখ খালেদ মোর্শেদ বরিশাল আলেকান্দা এলাকার শেখ ইফতেখার রসুলের ছেলে। রায় প্রদানকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার নথি ও আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই কিশোরী (১৩) ঝালকাঠির স্টেশন সড়কের নিজ বাসা হতে দর্জির দোকানে রওয়ানা হয়। পথিমধ্যে আসামি খালেদ মোর্শেদ দলবল নিয়ে সাদা একটি মাইক্রোবাসে তাকে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় কিশোরীর ভাই মো. আরিফ ঘটনার ২ দিন পর ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর থানায় নারী শিশু আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তাফা একই বছরের ৩১ মার্চ আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। আদালত ওই বছরের ১১ নভেম্বর অভিযোগ গঠন করেন।

আরও পড়ুন: মেয়েকে যৌন কাজে বাধ্য করায় মা ও সৎ বাবা গ্রেফতার

এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান শেষে অপহরণের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

ইত্তেফাক/নূহু