বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেলো ভারত, একদিনে রেকর্ড আক্রান্ত

আপডেট : ২৯ মে ২০২০, ১৫:১২

ভারতে প্রতিদিনই ভাঙছে করোনায় আক্রান্তের রেকর্ড। পাশাপাশি প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে দেশটিতে। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে ৭হাজার ৪৬৬ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি এখন পর্যন্ত যা একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৫ হাজার৭৯৯ জন। 

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ইতোমধ্যে চীনকে অতিক্রম করেছে ভারত। এবার মৃত্যু সংখ্যাতেও চীনকে ছাপিয়ে গেলো দেশটি। ভারতে করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৭০৬ জন।  সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ১০৬ জন । 

 ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী চীনে  করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৪,৬৩৪। ওয়ার্ল্ডওমিটারের তালিকা বলছে এই মুহূর্তে বিশ্বে করোনা ভাইরাসে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যার দিক থেকে নবম স্থানে রয়েছে ভারত। চীনের স্থান  পঞ্চদশতম।  

ইত্তেফাক/এআর