শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লাদাখে আরো এক ডিভিশন সেনা মোতায়েন ভারতের সেনা পাঠাচ্ছে আন্দামান নিকোবরেও

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৫:১৮

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সেনা বাড়িয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে চীন। ভারতও পাল্লা দিয়ে সেখানে সেনা মোতায়েন করছে। চীনকে বার্তা দিতে শুক্রবার আরো এক ডিভিশন সেনা মোতায়েন করেছে ভারত। এর আগের দিনই সেখানে ঝটিকা সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেবল লাদাখ নয়, সতর্কতা হিসেবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জেও সেনা পাঠাচ্ছে দিল্লি। খবর ইন্ডিয়া টাইমসের।

পূর্ব লাদাখে এখন ভারতের সেনার সংখ্যা দাঁড়িয়েছে চার ডিভিশন। মে মাসের আগে মোতায়েন ছিল এক ডিভিশন। এক ডিভিশনে ১৫ হাজার থেকে ২০ হাজার সৈন্য থাকে। সেই হিসাবে লাদাখ সীমান্তে সেনার সংখ্যা প্রায় ৮০ হাজার। গত ১৫ জুন দুই পক্ষের সেনাবাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হওয়ায় সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। চীন তাদের সেনা হতাহত সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

সেনা যাচ্ছে আন্দামানেও

লাদাখের গালওয়ান উপত্যকার পর আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে সতর্ক ভারত। ভারত মহাসাগরে অবস্থিত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে দিল্লি। চীনের সম্প্রসারণবাদ রুখতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত সরকার।

আরও পড়ুন: ‘আমেরিকান অভ্যুত্থানকে’ উপড়ে ফেলতেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ বিক্ষোভ

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আন্দামান-নিকোবরে সেনার পরিকাঠামো ও সংখ্যা বৃদ্ধির বিষয়টি বহু দিন ধরেই আটকে ছিল। ২০০১ সালে প্রথম আন্দামান-নিকোবর কম্যান্ড প্রতিষ্ঠিত হয়। এটিই এখন পর্যন্ত দেশের প্রথম এবং একমাত্র থিয়েটার কম্যান্ড যেখানে সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী একটি অপারেশনাল কম্যান্ডের অধীনে পরিচালিত হয়।


ইত্তেফাক/আরআই