শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পানামা লেকে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে ৭ জনের মৃত্যু

আপডেট : ২০ জুলাই ২০২০, ১৬:৩৯

বেড়াতে গিয়ে পানামা লেক থেকে লাশ হয়ে ফিরেছেন ৭ তরুণ-তরুণী। পানামার জগলাবৃত্ত গাতুন লেকে বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন তারা।

উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে রয়েছে চার তরুণী ও তিন তরুণ। এদের সবার বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে। স্থানীয় সময় শনিবার জলাধার থেকে লাশগুলো উদ্ধার করা হয়। পানামার রাজধানী পানামা সিটির ৮০ কিলোমিটার উত্তরে অরণ্যবেষ্টিত ওই লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

১৪ জনের একটি দল লেকটিতে বেড়াতে গেলে অস্ত্রধারী দুই ব্যক্তি হামলায়। এসময় সাতজন পালিয়ে বাঁচলেও নিহত হন বাকি সাতজন।

আরও পড়ুন: ইরানে লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র উদ্বোধন

এদিকে মরদেহ উদ্ধারের পরই ঘটনার রহস্য উদঘাটনে নামে পুলিশ। এ পর্যন্ত হামলাকারী একজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, কেন এ হামলা করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আল জাজিরা।

ইত্তেফাক/আরআই