বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা মহামারিতেই ইসরাইলে নার্স ধর্মঘট

আপডেট : ২০ জুলাই ২০২০, ১৯:৩৯

মরণ ব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ইসরাইলের হাজার হাজার মানুষ। করোনায় দেশটি প্রাণ হারিয়েছেন বেশ কিছু মানুষ। কোভিড-১৯ মহামারিতেই ইসরাইলের হাসপাতালগুলোতে ধর্মঘট শুরু করেছে দেশটির নার্সরা।

বিবিসি জানায়, ইসরায়েলের হাসপাতালে কর্মী সঙ্কটের প্রতিবাদে এ ধর্মঘট পালন করছে নার্সরা। দেশটির নার্সদের দাবি, যথেষ্ট জনবল না থাকায় তাদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে পড়েছে।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক হাজারের মতো নার্স বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। তাদের জায়গায় আর কেউ কাজ করছে না। তবে জরুরী নয় এমন সব অপারেশন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পরীক্ষার ফল শিগগিরই

ইসরায়েলে করোনা ভাইরাসের বিধি-নিষেধ শিথিল করার পর গত কয়েক সপ্তাহে সংক্রমণ বেড়ে গেছে। ওয়ার্ল্ড ও মিটারের তথ্যমতে, ইসরাইলে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে ৫০ হাজার ৭১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ইসরাইলে করোনায় এ পর্যন্ত ৪১৫ জন মানুষের প্রাণ গেছে। 

ইত্তেফাক/আরআই