শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজে আর শোনা যাবে না 'লেডিস অ্যান্ড জেন্টলম্যান'

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:১৪

আগামী মাস থেকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান শব্দটি দিয়ে যাত্রীদেরকে আর অভ্যর্থনা জানাবে না জাপান এয়ারলাইন্স । লিঙ্গ নিরপেক্ষতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান এয়ারলাইন্স।

 জানা গেছে, ১ অক্টোবর থেকে নারী এবং পুরুষ উভয়কেই যাত্রী অথবা 'প্রত্যেককে' বলে সম্বোধন করতে পারে জাপান এয়ারলাইন্স। লিঙ্গ নিরপেক্ষ অভ্যর্থনা বিশ্বের যে কয়েকটি এয়ারলাইন্স গ্রহণ করেছে তাদের মধ্যে জাপান এয়ারলাইন্স একটি।  

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শুধু ইংরেজিতে ঘোষণা দেওয়ার সময়ই লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহার করা হবে জাপান এয়ারলাইন্সে। কারণ হিসেবে বলা হয়, জাপানের ভাষায় যাত্রীদের অভ্যর্থনা জানানোর জন্য যে ঘোষণা দেওয়া হয় তাতে লিঙ্গ নিরপেক্ষ শব্দ ব্যবহ্রত হয়  । 

এর আগে এয়ার কানাডা এবং যুক্তরাজ্যের ইজিজেট এয়ারলাইন্সও গত বছর থেকে যাত্রীদেরকে লিঙ্গ নিরপেক্ষ শব্দ দিয়ে অভ্যর্থনা জানানো শুরু করে। 

ইত্তেফাক/এআর