শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইমরান খানকে হটাতে হাজারো মানুষের বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০৯:২৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে রবিবার করাচিতে বিরোধী দলের হাজার হাজার সমর্থক বিক্ষোভে নেমেছে। তাদের অভিযোগ, ২০১৮ সালের কারচুপি নির্বাচনের মাধ্যমে ইমরান খানকে ক্ষমতায় বসিয়ে সেনাবাহিনী। 

পাক ক্ষমতাসীন সরকার বিরুদ্ধে দেশটি নয়টি প্রধান বিরোধী দল মিলে গত মাসে গঠন করে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। তারই নেতৃত্বে চলছে বিক্ষোভ, র‍্যালি। 

গতকালের বিক্ষোভে বিরোধীদলীয় নেতা মরিয়ম নওয়াজ বলেন, আপনি (ইমরান খান) মানুষের চাকরি কেড়ে নিয়েছেন। আপনি জনগণের প্রতিদিনের দুই বেলার খাবার কেড়ে নিয়েছেন। 

র‍্যালিতে আরেক বিরোধী নেতা বিলওয়াল ভুট্ট যারদারি বলেন, আমাদের কৃষকেরা ঘরে ঘরে এখন অভুক্ত... আমাদের তরুণেরা হতাশাগ্রস্থ। 

এছাড়া ফকির বেলুচ বলেন, এখনই সময় হয়েছে এই সরকারের বিদায় নেওয়ার। 

এর আগে গত শুক্রবার গুরজানওয়ালায় ইমরান সরকার বিরোধী বিক্ষোভে নামে  পিডিএম'র নেতাকর্মীরা। এনডিটিভি 

ইত্তেফাক/এসআর