শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'সিরিয়া থেকে দ্রুত মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে'

আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১৮:১২

মার্কিন সরকার সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়ে দেশটির জনগণের সম্পদ এবং জ্বালানি তেল লুটপাট করছে। এ অবস্থায় সিরিয়া থেকে দ্রুত ও নিঃশর্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে বলে জানায় ইসলামি প্রজাতন্ত্র ইরান।

লেবাননের সংবাদ মাধ্যম আলমানার টিভির বরাতে জানা যায়, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বুধবার (২৫ নভেম্বর) নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, সিরিয়া থেকে দ্রুত এবং নিঃশর্তভাবে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করা জরুরি।

রাষ্ট্রদূত মাজিদ তাখতে বলেন, সিরিয়ায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে মার্কিন সেনারা জাতিসংঘ ঘোষিত সন্ত্রাসী গ্রুপ হায়াতে তাহরির আশ-শাম বা সাবেক আল-নুসরা ফ্রন্টের মতো সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং দেশটির তেল সম্পদ লুট করছে।

আরও পড়ুন: পৃথিবীবাসীকে অস্ত্র ফেলে দেয়ার আহ্বান জানিয়েছিলো 'এলিয়েন'!

ইরানের এ কূটনীতিক বলেন, সিরিয়ার সরকার যেসব দেশের সেনা মোতায়েন করার অনুমতি দেয় নি সেসব দেশের সমস্ত সেনা প্রত্যাহার করতে হবে। পূর্বাঞ্চলের বেশিরভাগ তেলক্ষেত্র নিয়ন্ত্রণ করছে মার্কিন সেনারা।

ইত্তেফাক/এএইচপি