শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চাঁদ থেকে পাথর সংগ্রহে মাত্র ১ ডলার দিচ্ছে  নাসা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৫:৪১

চাঁদ থেকে পাথর সংগ্রহের জন্য একটি প্রতিষ্ঠানকে মাত্র এক ডলার অর্থ  দিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান- নাসা।বৃহস্পতিবার চাঁদের নমুনা সংগ্রহের জন্য লুনার আউটপোস্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নাসা। 

জানা গেছে, স্বল্পমূল্যে চাঁদের নমুনা সংগ্রহের জন্য নাসার করা চারটি চুক্তির একটির আওতায় মাত্র এক ডলারে এ পাথর সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি। ৫০ থেকে ৫শ'  গ্রাম  পরিমাণ চাঁদের মাটি পৃথিবীতে আনবে তারা।  

নাসার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটি চাঁদ থেকে পাথর আনার কাজ এবং অন্যান্য তথ্য সংগ্রহ করেছে।

চাঁদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে নাসা।    গত মঙ্গলবার (১ নভেম্বর) চাঁদ থেকে পাথর সংগ্রহের জন্য মহাকাশযান পাঠিয়েছে চীন। এরই মধ্যে চাঁদের বুকে অবতরণ করা ল্যান্ডারটি ছবি পাঠাতে শুরু করেছে বলে জানা গেছে।

ইত্তেফাক/এআর