শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাজ্যে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে ৪ জনের প্রাণহানি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৯:৫৯

ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলে বর্জ্য পানি শোধনাগারে রাসায়নিক বহনকারী ট্যাংক বিস্ফোরণে চারজন প্রাণ হারিয়েছে। এ ছাড়া বিস্ফোরণে আরো এক ব্যক্তি আহত হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। 

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, ইংল্যান্ডের ব্রিস্টল নগরীর উপকণ্ঠে ওয়েসেক্স ওয়াটার পরিচালিত শোধানাগারে বিস্ফোরণের পর সেখানকার পুলিশ চিফ ইন্সপেক্টর মার্ক রুনাক্রেস বলেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে সেখানে চার জনের প্রাণহানি ঘটেছে। নিহত চারজনের মধ্যে তিনজন ওই শোধনাগারের শ্রমিক এবং একজন ঠিকাদার। 

আরও পড়ুন: নিজ দায়িত্বে ১০০ দিন জনগণকে মাস্ক পরাবেন জো বাইডেন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ইমার্জেন্সি সার্ভিসের কর্মীদের ধন্যবাদ দিয়েছেন দ্রুত পরিস্থিতি সামলে নেয়ার জন্য।

পুলিশ জানিয়েছে, কীভাবে বিস্ফোরণ হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মনে হচ্ছে কেমিক্যাল ট্যাঙ্কেই বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে তাদের মনে হয়েছে, এটা সন্ত্রাসবাদীদের কাজ নয়। তবে কেন বিস্ফোরণ হলো তা তারা বলতে পারেনি।বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলছে।

ইত্তেফাক/এএইচপি