প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম টুইট

মার্কিন ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে দেশটির স্থানীয় সময় দুপুর নাগাদ শপথ গ্রহণ করেছেন জো বাইডেন। এরপরই প্রেসিডেন্ট হিসেবে প্রথম টুইট করেছেন বাইডেন।
টুইট বার্তায় বাইডেন লিখেছেন, আমাদের সঙ্কট মোকাবেলার জন্য অপচয় করার মত সময় নেই। এজন্য আজকে আমি ওভাল অফিসে যাচ্ছি কাজের নির্দেশের অধিকার পাওয়ার জন্য এবং আমেরিকানদের জন্য তাৎক্ষনিক ত্রাণ দেওয়ার জন্য।
There is no time to waste when it comes to tackling the crises we face. That's why today, I am heading to the Oval Office to get right to work delivering bold action and immediate relief for American families.
— President Biden (@POTUS) January 20, 2021
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম টুইট করেছেন কমলা হ্যারিস। টুইট বার্তায় লিখেছেন, সেবার জন্য প্রস্তুত।
আরও পড়ুন: শেষপর্যন্ত ‘হার’ মানলেন না ট্রাম্প
ইত্তেফাক/এসআর