ভারতের প্রজাতন্ত্র দিবসে তাইওয়ানের শুভেচ্ছা

ভারত ও তাইওয়ানের পতাকা। ছবি: সংগৃহীত
ইত্তেফাক অনলাইন ডেস্ক১২:৪৬, ২৭ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৪ মিনিট
ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছে তাইওয়ান। দুই দেশের সৌহার্দপূর্ণ সম্পর্কে গর্বিত তাইওয়ান।
এক টুইটে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এবার ভারতীয় বন্ধুদের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানানোর পালা আমাদের। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। তাদের সেই বিশ্বাসের অংশ হতে পেরে তাইওয়ান গর্বিত। আমরা একসঙ্গে আরও ভালো।
জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারত, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সম্পর্ক সম্প্রতি আরও গভীর হয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনা ভূমিকার কারণে এই সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইত্তেফাক/টিআর