শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিনেটে ট্রাম্পের বিচার ঠেকাতে মরিয়া রিপাবলিকানরা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০২:১৭

সিনেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন রিপাবলিকানরা। তারা এই বিচারে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটবে কি না সেটা নিয়েই বেশি চিন্তিত। যদিও বিচার আটকানোর তাদের একটি প্রস্তাব সিনেটে আটকে গেছে। খবর রয়টার্স ও আলজাজিরার। 

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে চান ডেমোক্র্যাটরা। ইতিমধ্যে প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসন করা হয়েছে। সেই ইমপিচমেন্ট আর্টিকেল সিনেটেও সোমবার পাঠানো হয়েছে। মঙ্গলবার সিনেটে একটি প্রস্তাব উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল।

তিনি বলেন, একজন প্রেসিডেন্ট বিদায় নেওয়ার পর তার বিচারে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটবে। কিন্তু ৫৫-৪৫ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। মাত্র পাঁচ জন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছে। এর আগে প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে ১০ জন রিপাবলিকান অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার হুমকিতে সতর্কতা জারি

রিপাবলিকানদের এই চেষ্টায় এটা বোঝা যাচ্ছে, সিনেটে ট্রাম্পকে অভিশংসন করা বা তাকে ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত করা সম্ভব নয়। কারণ অভিশংসন প্রস্তাব পাশ হতে হলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। এজন্য ১৭ জন রিপাবলিকান সিনেটরের সমর্থন প্রয়োজন হবে। ভোটাভুটির পর সিনেটর র্যান্ড পল বলেন, কিছু সময় হারও জয়কে নির্দেশ করে। এই ভোটাভুটিতে এটাই প্রমাণ হয়ে গেল যে, সিনেটে ট্রাম্পকে অভিশংসন করা সম্ভব নয়। অর্থাত্ শুরুতেই প্রস্তাবটি মারা গেল।

ইত্তেফাক/এসআর