শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়ংকর ঝড়ের আঘাত

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৭:৫৭

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে তীব্র ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত দুইজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে গাছপালা, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং যানবাহন উল্টে গেছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়,উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ লোক ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ংকর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছে এবং অন্তত সাতজন আহত হয়েছে। সড়কে অনেক গাড়ি উল্টে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

একটি গাছ উপড়ে কাড্য পারিশ এলাকার ভ্রমমাণ ঘরের ওপর পড়লে এটি আংশিক ধ্বংস হয় এবং ৪৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যায়। এদিকে আবহাওয়া বিভাগ প্রবল বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

ইত্তেফাক/এএইচপি