শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাভালনির স্বাস্থ্য নিয়ে পশ্চিমাদের উদ্বেগ, হাসপাতালে ভর্তি

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০৪:৩৩

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে অবশেষে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বলছে, তার অবস্থা সন্তোষজনক। প্রায় ২০ দিন ধরে অনসনে থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। তার চিকিত্সক জানিয়েছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। এরপর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছিল, নাভালনির কিছু হলে রাশিয়াকে শাস্তি পেতে হবে। 

ইউরোপীয় ইউনিয়নও কড়া ভাষায় রাশিয়াকে হুঁশিয়ারি দেয়। গতকাল সোমবার নাভালনিকে একটি কারা হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি মস্কো থেকে ১শ কিলোমিটার দূরে অবস্থিত পোকরোভ পেনাল কলোনিতে আছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা গতকাল আলোচনা করেছেন। -সিএনএন ও রয়টার্স