বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরো ৪০ লাখ টন গম আমদানি করবে পাকিস্তান

আপডেট : ০৫ মে ২০২১, ১৬:৫০

অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এবছর আরো চল্লিশ লাখ মেট্রিক টন গম আমদানি করবে পাকিস্তান। সোমবার (৩ মে) দেশটির সরকার এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে ইয়াহু নিউজ। খবরে এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে বলা হয়, মূল্য পদ্ধতি পরিবর্তন করতে পাকিস্তান ব্যুরো অফ স্ট্যাটিসটিক্সকে (পিবিএস) নির্দেশ দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী শওকত তারিন। তিনি ভাবছেন, বর্তমান পদ্ধতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অতিরিক্ত দেখানো হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, তিনবছরেরও কমসময়ে গম, ময়দা ও চিনির  দাম দ্বিগুণ হওয়ায় চাপে আছে পিবিএস। এমতাবস্থায় দেশটির ন্যাশনাল প্রাইস মনিটরিং কমিটি (এনপিএমসি) চল্লিশ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিলো। বিষয়টির আনুষ্ঠানিক অনুমোদনের জন্য একটি সংক্ষিপ্ত পর্যালোচনা মন্ত্রিপরিষদের সামনে তুলে ধরা হবে। পিবিএসের সূত্র মতে, বর্তমান অর্থবছরের প্রথম নয়মাসেই ৩৬ লাখ টন গম আমদানি করেছে সরকার। দেশটিতে এখন গমের মজুত চার লাখ টনের কম। পাকিস্তানে বছরে মোট গমের চাহিদা প্রায় দুই কোটি ৯০ লাখ টন।

ইত্তেফাক/এসএ