শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনে ভয়াবহ বন্যায় প্রাণহানী বেড়ে ২৫

আপডেট : ২১ জুলাই ২০২১, ১৮:৫৩

চীনের ইতিহাসে বিগত ১ হাজার বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রাণহানীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৫ জনে। দেশটির মধ্যাঞ্চলের হেনান প্রদেশে এ ঘটনা ঘটেছে। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, প্রদেশের রাজধানী ঝেংঝুতে প্রায় এক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে রেল এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যায় প্লাবিত চীনের মধ্যাঞ্চল

বিবিসি জানিয়েছে, বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি। বন্ধ রয়েছে আন্তঃফ্লাইট যোগাযোগ। এছাড়া একটি বাঁধ ভেঙে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হেনান প্রদেশ- যেখানে নয় কোটির বেশি লোকের বসবাস, সেখানে বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস।

বহু কারণে বন্যা হয়। তবে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট উষ্ণ আবহাওয়া চরম বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, একটি সাবওয়ে ট্রেনে পানি ঢুকে গেছে।

ইত্তেফাক/টিএ