বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কায় গির্জাসহ বিভিন্ন হোটেলে ভয়াবহ হামলায় নিহত ৫২, আহত ৩০০

আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:৩৮

শ্রীলঙ্কার তিনটি চার্চে ও অভিজাত তিনটি হোটেলে ভয়াবহ হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই শতাধিক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে তিনটি চার্চে বিস্ফোরণ ঘটে খবরে বলা হয়েছে। 

দেশটির স্থানীয় সময় রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ এ হামলার ঘটনা ঘটে। 

খবরে বলা হয়েছে, কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারি তিনটি হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম বিস্ফোরণটি কলম্বোর সেন্ট এন্থনি চার্চ ও কাতুয়াপিটিয়ার সেন্ট সেবাস্থিয়ান চার্চে ঘটে। 

হামলার পর সেন্ট সেবাস্থিয়ানর ফেসবুক পাতায় বলা হয়েছে, আমাদের গির্জার বোমা হামলা হয়েছে, দয়া করে এগিয়ে আসুন এবং আপনার পরিবারের সদস্যরা থাকলে সাহায্য করুন। 

দেশটির বাত্তিকালোয় হাসপাতালের পক্ষ থেকে এএফপিকে বলা হয়েছে, তাদের হাসপাতালে আহত ৩০০ জনকে ভর্তি করা হয়েছে। 

দেশটির স্থানীয় নিরাপত্তা কর্মকর্তার পক্ষ থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গির্জা ও হোটেলে আত্মঘাতি হামলা চালিয়ে বিস্ফোরণ ঘটনো হয়েছে। 

পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় আরো আহত অনেককে হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।  

কলম্বোর জাতীয় হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।

আরো পড়ুন: বাবরি মসজিদ গুঁড়িয়ে দিতে মাথায় চড়েছিলাম: বিজেপি নেত্রী 

এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি, এনডিটিভি, এএফপি, আল-জাজিরা।   

ইত্তেফাক/এসআর