শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাচের সঙ্গে কোরআন আবৃত্তি সৌদি গায়িকার, সমালোচনার ঝড়

আপডেট : ২৭ মে ২০১৯, ১৩:১০

মঞ্চে নাচের সঙ্গে কোরআন আবৃত্তি করেছেন সৌদি বংশোদ্ভূত মার্কিন গায়িকা রোটানা তারাবযৌনি। এনিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন তিনি। খবর আল বাওয়া’র।  

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা প্রদেশে একটি স্টেজ পারফরমেন্সে অংশ নেন রোটানা। এতে তিনি নিজের গানের সঙ্গে নাচেন। একপর্যায়ে গানের শেষে পবিত্র কোরআন থেকে সূরা ফাতিহা আবৃত্তি করেন। 

এমন পারফর্মের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েন রোটানা। অনেক ভক্তই তার এমন কাণ্ড স্বাভাবিকভাবে নিতে পারেননি। 

টুইটারে কেউ লিখেছেন, তিনি তার সীমা লঙ্ঘন করেছেন।  আবার কেউ বলেছেন, পবিত্র রমজান মাসে এমন ঘটনা মেনে নেয়া যায়না। সত্যি এটা হতাশাজনক।

তবে এরমাঝে অনেকে রোটানার প্রশংসা করেছেন। 

সৌদির প্রচলিত নিয়ম ভেঙে বেরিয়ে আসায় আগে অনেকবার প্রশংসিত হয়েছেন এ সঙ্গীত শিল্পী। বিবিসির ১০০ ক্ষমতাধর নারীর তালিকায়ও জায়গা পান তিনি।

আরো পড়ুন: ঢাকায় পুলিশের ওপর হামলার দায় স্বীকার আইএসের 

রোটানা তারাবযৌনি একসময় বিশ্বের সবচেয়ে বড় তেল প্রতিষ্ঠান সৌদি আরামকোতে কাজ করতেন। প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক জনসংযোগ কর্মকর্তা ছিলেন। তবে  পরবর্তীতে চাকরি ছেড়ে গায়িকা হিসেবে আরও পরিচিতি পেতে লস এঞ্জেলেসে পাড়ি জমান।

ইত্তেফাক/এসআর