বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশে ফিরবে ভূমধ্যসাগরে আটকে পড়া ৬৪ বাংলাদেশি

আপডেট : ১৮ জুন ২০১৯, ১৯:১১

১৭ দিন ধরে তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে আটকে থাকা ৬৪ বাংলাদেশি অভিবাসী অবশেষে দেশে ফিরতে রাজি হয়েছেন। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নৌকায় গিয়ে বোঝানোর পর রাজি হন তারা।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দার আলী উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকায় গিয়েছিলেন এবং তাদের বাড়ি ফিরে আসার জন্য আশ্বস্ত করেছিলেন। এরপর রাজি হয় তারা।

জানা গেছে, অভিবাসীদের সাথে তাদেরকে কয়েক ঘন্টা সময় ধরে আলোচনা করতে হয়েছে। পরে তাদেরকে দেশে ফিরতে রাজি করাতে সক্ষম হন কর্মকর্তারা।

বাংলাদেশি অভিবাসীদের প্রথমে তিউনিশিয়ার ভূমিতে আনা হবে এবং পরে তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: অবশেষে খোঁজ মিললো সেই নিখোঁজ জাদুকরের

জানা গেছে, বিমানবন্দরে এসব অভিবাসীকে দেশে ফেরার জন্য টিকিট সরবরাহ করবে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা-আইওএম।

ইত্তেফাক/টিএস