শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘চাষাবাদ করতে’ প্যারোলে মুক্তি চান রামরহিম

আপডেট : ২২ জুন ২০১৯, ১৯:৪৯

ভারতের হরিয়ানার সিরাসা জেলখানায় আটক ডেরা সাচ্চা সাওদা প্রধান বাবা রাম-রহিম সিং নিজের জমিতে চাষাবাদ করতে এক মাসেরও বেশি সময়ের জন্য ধরে প্যারোলে মুক্তির আবেদন করেছেন। প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দুই ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত ও সাংবাদিক খুনের ঘটনায় অভিযুক্ত ৫১ বছর বয়সী রাম-রহিমের আবেদন কারাগারে দাখিল করা হয়েছে।

৪২ দিনের জন্য প্যারোলের আবেদন করার পর জেল সুপারিনটেনডেন্ট সিরাসা জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন। ১৮ জুনের ওই চিঠিতে তিনি জানতে চেয়েছিলেন, প্যারোলে গুরু রামরহিমকে মুক্তি দেওয়া সম্ভব কিনা।

জেল সুপারিনটেনডেন্ট উল্লেখ করেছেন, কারাগারে রাম রহিমের আচরণ ভালো এবং তিনি কোনও নিয়ম লঙ্ঘন করেননি।

পরে জেলা প্রশাসন ভূমি কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে জানতে চায় তার চাষাবাদে জমি রয়েছে কিনা।

আরও পড়ুনঃ ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্ট মাসে রাম-রহিমকে দুই নারীকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেন। সিবিআই আদালত গত বছরের জানুয়ারি মাসে ১৬ বছরেরও বেশি সময় আগে একজন সাংবাদিককে হত্যার জন্য তাঁকে এবং তিনজনকে কারাগারে পাঠিয়েছিল। 

ইত্তেফাক/টিএস