শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘরের কোণে পড়ে থাকা বাটি নিলামে তুলে পেলেন ৪২ কোটি!

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৬:১৯

ঘরের ভিতর যে অতিমূল্যবান একটি জিনিস রয়েছে তা জানতেন না তাঁরা। অনেক পুরনো হলেও বড় বাটির মতো দেখতে একটি জিনিসের মধ্যে টেনিস বল রেখে দিতেন তাঁরা। ফেলে দেবেন! কিছু তো কাজে আসছে এই ভেবে ঘরের এক কোণে চীনা বাটি রাখা ছিল। খবর ডেইলি মেইলের।

নিলামকারী সংস্থা বাড়ি আসার পর তারা আগ্রহ দেখালে ফেলনা সেই বাটি নিলামে উঠাতে রাজি হন স্বামী-স্ত্রী। কিন্তু একি নিলামে দাম উঠলো দাম উঠল ৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ কোটি টাকা! 

ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডে। সুইস নিলামকারী কোলার নিলাম কোম্পানির সদস্যরা যখন ওই সুইস পরিবারের বাড়িতে যান এবং সেখানে কী কী নিলামে তোলা যায়, সেই সব দেখতে গিয়ে নজরে আসে এই মূল্যবান বাটি।

অনুমান করা হচ্ছে, এটি ১৭ শতকের জিনিস। চীনের রাজরাজরাদের সময়ে ব্যবহার করা হয় এমন ব্রোঞ্জের বিশালাকার বাটি।

আরও পড়ুনঃ নুসরাতের বিয়ের ৪ দিন পর চুপিচুপি বিয়ে করলেন আরেক নায়িকা

ধারণা করা হচ্ছে, কয়েকশ’ বছর আগে ওই সুইস পরিবারের কেউ এক সময়ে চীনে গিয়েছিলেন। সেখান থেকে এটি কেনা হয়। নিলাম কোম্পানির মিডিয়া ও মার্কেটিংয়ের প্রধান কার্ল গ্রিন এই অমূল্য দ্রব্যটিকে বার্লিন মিউজিয়ামে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন। 

ইত্তেফাক/টিএস