শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে’

আপডেট : ২৮ জুন ২০১৯, ১৪:৫২

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার দৌঁড়ে এগিয়ে থাকা জো বাইডেন তার প্রথম বিতর্ক চলাকালে বলেন, যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে আয় বৈষম্য বেড়ে গেছে। এতে দেশটি একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে। দেশকে এমন পরিস্থিতির দিকে ঠেলে দেয়ায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন। খবর এএফপি’র।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে দলের মনোনয়ন চাওয়া অপর নয় ডেমোক্রেট নেতার সঙ্গে টেলিভিশনে প্রচারিত বির্তকে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ভীতিকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছেন।

আরো পড়ুন: ট্রাম্পের ছেলের মুখে থুতু দিলেন নারী 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে জি-২০ সম্মেলনে জাপানে অবস্থান করছেন।

ইত্তেফাক/এসআর