শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আল-কায়েদার হুমকিকে গুরুত্ব দেওয়ার কিছু নেই : ভারত

আপডেট : ১২ জুলাই ২০১৯, ০২:৪৯

কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে চরম আঘাত হানার জন্য সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়দার হুমকিকে গুরুত্ব দিতে চাইছে না ভারত। গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের হামলার হুমকি দিতে জঙ্গিরা অভ্যস্ত হয়ে গেছে। এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া এক ভিডিও বার্তায় আল-কায়দার প্রধান আয়মান আল-জাওয়াহিরি বলেন, কাশ্মীরে মুজাহিদিন বা জিহাদিদের এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভারতীয় সেনার ক্ষতি সাধন করা। কাশ্মীরী জিহাদিদের পাকিস্তানের ওপর ভরসা রাখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রাথমিকভাবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া না জানালেও দিল্লির নিরাপত্তা বিশেষজ্ঞরা বলেন, কাশ্মীরে আল-কায়দার পায়ের তলায় জমি শক্ত করার উদ্দেশ্যেই এই বার্তা প্রচার করা হচ্ছে।

আরো পড়ুন: টানা বৃষ্টিতে আসামের ১১ জেলা প্লাবিত, তিনজনের মৃত্যু

গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এ বিষয়ে বলেন, ভারতের সেনারা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত এবং তারা দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম।

তিনি আরো বলেন, এ ধরনের হুমকি প্রায়ই আসে। এতে গুরুত্ব দেওয়ার কিছু নেই।

ইত্তেফাক/এমআর