শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আবরার হত্যাকাণ্ড নিয়ে ভারতীয় তরুণীর স্ট্যাটাস ভাইরাল

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ০৩:৫৬

বুয়েটছাত্র আবরার হত্যাকাণ্ডে নানা ধরনের মন্তব্য আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ হত্যাকাণ্ড নিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে আলোচিত হয়েছেন ভারতীয় তরুণী তনুশ্রী রায়।

 

কলকাতা নিবাসী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী তার স্ট্যাটাসে লেখেন, ‘যদিও আমি ভারতীয় তারপরও বাংলাদেশের প্রতি আমার আলাদা টান রয়েছে। কারণ আমার পূর্বপুরুষ বাংলাদেশের মানুষ ভালো থাকুক এটা আমি সব সময় চাই।

আরো পড়ুন : আবরার হত্যা : ক্ষোভে ফুঁসছে সারাদেশ

শুনলাম ভারত-বাংলাদেশের চুক্তি নিয়ে স্ট্যাটাস দেওয়ায় একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা করা হয়েছে। স্ট্যাটাসটা আমি পড়লাম। নিজের দেশের স্বার্থ নিয়ে লেখার জন্য কীভাবে নিজের দেশেরই লোক একটা ছেলেকে পিটিয়ে হত্যা করে ফেলে এটা আমার কাছে আশ্বর্য লাগছে। সামান্য ফেসবুক স্ট্যাটাসের কারণে মানুষ খুন করে ফেলা হচ্ছে বাংলাদেশে। কীভাবে এমন একটা দেশে মানুষ বাস করে!’

 

ইত্তেফাক/ইউবি