বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দুঃস্থ ছেলেদের বলে দুইবার ক্যাচ আউট রাজ পুত্রবধূ কেট

আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৮:৫৩

ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজ পুত্রবধূ কেট মিডলটন। সম্প্রতি তারা পাকিস্তান সফরে এসেছিলেন। সেখানে তারা খেলেছেন ক্রিকেট। আর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ভাইরাল হয়ে যায়।

পাকিস্তান সফরের চতুর্থ দিনে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন যান লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে তারা খেলেছেন একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ।

১০ থেকে ১৪ বছর বয়সী দুঃস্থ ছেলে-মেয়েদের নিয়ে তৈরি হয়েছিল দুটি দল। মেয়েদের দলে ছিলেন কেট মিডলটন। আর ছেলেদের দলে প্রিন্স উইলিয়াম। 

খেলার সময় দুইবার ক্যাচ আউট হলেও এ দিন নিজের ব্যাটিং স্কিলের পরিচয় দিয়েছেন কেট। আর খেলতে খেলতে তার হাসি মুখ জয় করে নিয়েছে খুদেদের।


ব্যাট করছেন যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজ পুত্রবধূ কেট মিডলটন। ছবি: টুইটার 

খেলার সেই ছবি বৃহস্পতিবার আপলোড করা হয়েছে কেনসিংটন প্যালেসের অফিসিয়াল টুইটারে। সেখানে ব্যাট হাতে দেখা গেছে যুবরাজ ও রাজ পুত্রবধূকে।


নিজ দলের এক শিশুর সঙ্গে খেলা নিয়ে কথা বলছেন কেট। ছবি: টুইটার 

এদিকে ক্রিকেটের প্রতি প্রিন্স উইলিয়াম ও কেটের আগ্রহ যে বেশি তা ২০১৬ সালেই দেখা গিয়েছিল। সেবার শচীন টেন্ডুলকার ও দিলীপ সরকারের সঙ্গে তারা দেখা করেছিলেন। শুধু তাই নয়, নিউজিল্যান্ড সফরের সময় একটি প্রমোশনাল অনুষ্ঠানে ক্রিকেট খেলেছিলেন এই রয়্যাল দম্পতি। 


দুই দলের শিশুদের সঙ্গে কথা বলছেন যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজ পুত্রবধূ কেট মিডলটন। ছবি: টুইটার 

ইত্তেফাক/জেডএইচ