আগামীকাল পাবনাবাসীর বহুল প্রত্যাশিত ঈশ্বরদী-ঢালারচর নতুন রেলপথের উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে ট্রেনের চলাচল উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করবেন।
পশ্চিামাঞ্চল রেলের পাকশী বিভাগীয় ম্যানেজার জানান, পাবনা এক্সপ্রেস ট্রেনের সেবা ঢালারচর পর্যন্ত বর্ধিত করে ‘ঢালারচর এক্সপ্রেস’ নামে ট্রেনটি রাজশাহী পর্যন্ত চলাচল করবে। ট্রেনটি সকাল ৭.২৫ মিনিটে ঢালারচর হতে ছেড়ে ১১.১০ মিনিটে রাজশাহী পৌঁছাবে। ফিরতি পথে রাজশাহী হতে বিকেল ৪.২৫ মিনিটে ছেড়ে রাত ৮.১০ মিনিটে ঢালারচর পৌঁছাবে। রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন শুক্রবার ঢালারচরে উদ্বোধনের প্রাক প্রস্তুতি পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/আরকেজি