বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের যাত্রা শুরু

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৫

স্পোর্টস রিপোর্টার

যারা হুইলচেয়ার ব্যবহার করেন তারা কি সমাজের ফেলে দেওয়া মানুষ? তাদের এমনটা যারা মনে করেন সেসব মানুষের সঙ্গে নেই নতুন আত্মপ্রকাশ করা সংগঠন বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের কর্মকর্তারা।

গত ২১ জানুয়ারি জয়েন্ট স্টক এক্সচেঞ্জের অনুমতি পেয়েছে সংগঠনটি। তার পরও দাপ্তরিক কাজকর্ম সারতে অনেকটা সময় গেছে। অবশেষে গত শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজেদের জানান দিলেন হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের কর্মকর্তারা। একই সঙ্গে জানালেন আগামী দিনের পরিকল্পনার কথা।

হুইলচেয়ার ব্যবহারকারীরাও সমাজেরই অংশ। তারাও একটা সুস্থ-সবল মানুষের মতোই অনেক উদ্ভাবনী কাজ করতে পারেন। তারাও পারেন খেলাধুলায় দেশের জন্য সম্মান বয়ে আনতে। আর এসব হুইলচেয়ার ব্যবহারকারীরা সমাজের গুরুত্বপূর্ণ কাজগুলোতে যেন সমানভাবে অংশগ্রহণ করতে পারেন তার জন্য মৌলিক কিছু প্রশিক্ষণ দিয়ে তাদের গড়ে তোলার কথা জানানো হয় এই সংবাদ সম্মেলনে।

কর্মকর্তারা জানান, হুইলচেয়ার ব্যবহারকারীদের জীবনমান উন্নয়ন করা, সমাজের মূল স্রোতে তাদেরকে নিয়ে আসতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে আইটি প্রশিক্ষণ, খেলাধুলা গুরুত্বপূর্ণ। ২৫টি খেলাকে বেছে নেওয়া হয়েছে। হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন জানায় তারা এরই মধ্যে আট জেলায় কাজও শুরু করেছে। পালাক্রমে সব জেলায় যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য কবি মুহাম্মদ সামাদ। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম হায়াতুল্লাহ, কবি নাজলী শামীমা ফিরদৌস, কবি জামিল রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।