ইমরান খান ২০১৮ সালে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি পাকিস্তান সরকারের অন্ধ সমর্থন পেয়েছে ন্যাব। নিজের জবাবদিহিতা কে লুকানোর জন্যই ইমরান সরকার ন্যাব কে নতুন হাতিয়ার হিসাবে কাজে লাগিয়েছে।
ইমরান খানের সরকারের স্বার্থান্বেষী স্বার্থপরতা এবং অজবাবদিহিতার ত্রুটিগুলি কাজে লাগিয়েছে ন্যাব। অন্যদিকে, এটি অর্থনৈতিক অপরাধ প্রয়োগকারী সংস্থা হিসাবে নিজেকে ব্যর্থ প্রমাণ করেছে। হয়েছে। তাদের সাফল্যের হার শতকরা ৫০ ভাগেরও কম এবং তারা মাত্র ১৪১ বিলিয়ন পিকেআর রাজস্ব সংগ্রহ করেছে।
বিশেষজ্ঞদের মতে, ইমরান সরকারের সময়ে মুদ্রাস্ফীতি ও সাম্প্রদায়িকতা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল না এ ছাড়াও সামাজিক অসন্তোষের উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। মানবাধিকার লঙ্ঘনে চ্যাম্পিয়ন হয়েছে তার সরকার।
ইত্তেফাক/এএইচপি