বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ভ্যাকসিনের ট্রায়াল খরচ চাওয়ায় চীন থেকে সরে ভারতে ঝুঁকেছে বাংলাদেশ 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৪:০৩

বাংলাদেশে করোনা ভ্যাকসিনের ট্রায়াল চালানোর জন্য টাকা চেয়েছিলো চীনের প্রতিষ্ঠান  সিনোভ্যাক। আর এরপরই বাংলাদেশ ভ্যাকসিনের জন্য ভারতের দিকে ঝুঁকে পড়ে। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। 

জানা গেছে, বাংলাদেশ  ভারতের কোম্পানি  সেরামের সঙ্গে ক্রয়চুক্তি সই করেছে। যার মাধ্যমে আগামী ৬ মাসে আসবে ৩ কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশ আসবে।  সেই ধারাবাহিকতায়  গত ২১ জানুয়ারি সেরাম  ইনস্টিটিউটের তৈরি ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে শুভেচ্ছা হিসাবে পাঠিয়েছে ভারত। 

আরও পড়ুন: দেশে পৌঁছালো ২০ লাখ ডোজ করোনা টিকা 

এদিকে শ্রীলঙ্কা এবং নেপালও চীনের ভ্যাকসিন নিয়ে তাদের আশঙ্কা প্রকাশ করেছে। পাশপাশি ভারত থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। 

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত একসঙ্গে করোনা মোকাবিলা করবে: ভারতীয় হাইকমিশনার

গত অক্টোবরে চীনের কোম্পানি সিনোভ্যাক তাদের ভ্যাকসিন সরবরাহ করার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চায়। ঐ চুক্তিতে তারা ভ্যাকসিনের ট্রায়ালের জন্য বাংলাদেশের কাছ থেকে ট্রাকা দাবি করে। তখন বাংলাদেশ খুব দ্রুত সেই চুক্তি থেকে সরে আসে এবং ভারতের সেরাম  ইনস্টিটিউটের সঙ্গে ৩ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের চুক্তি করে। 

ইত্তেফাক/এআর