মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
The Daily Ittefaq

গাঁজাসহ পুলিশের এসআই আটক

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৯:৪০

পাবনায় থানা চত্বরে এক পুলিশ সদস্যর ব্যাক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। এ ঘটনায় পুলিশ সদস্য পাবনা সদর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) ওছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সুত্র জানায়, গত সোমবার পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার উপ-পুলিশ পরিদর্শক ওছিমের কাছে বিপুল পরিমাণ গাঁজা রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার সদর থানায় গিয়ে উপ-পুলিশ পরিদর্শক ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেটে তল্লাশি চালিয়ে সেখান থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং এসআই ওছিমকে আটক করেন। বুধবার বিষয়টি জানাজানি হয়।


 
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, গাঁজার বিষয়ে এসআই ওছিম সঠিক উত্তর দিতে পারেনি। পাবনা জেলা গোয়েন্দা পুলিশের এসআই জিন্নাত আলী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আসতেই হবে।

ইত্তেফাক/এসজেড