জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা চলমান পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে সাভারে প্রবেশপত্র হাতে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৫ নভেম্বর) সকালে মহাসড়ক অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। তাদের আকস্মিক এ কর্মসূচিতে যোগ দেয় রাষ্ট্রয়ত্ত সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুকরা। পরে একে একে তাদের সাথে একাত্মতা জানায় গণপরিবহন সংকটে পড়া সাধারণ মানুষ।
জানা যায়, ধর্মঘটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষার্থীরা পরিবহন না পেয়ে বিপাকে পড়েন। একপর্যায়ে যানবাহন সংকটে আটকে পড়া কলেজে ভর্তিচ্ছু এবং নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণকারীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রবেশপত্র হাতে নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ গড়ে তোলেন। তাদের সাথে এসময় একাত্মতা জানায় সাধারণ যাত্রী, ফুটপাতের হকারসহ রাষ্ট্রায়ত্ত সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরাও।
শিক্ষার্থীরা জানান, সকালে কিছু লোকাল পরিবহন সড়কে বের হলে সাভার বাজার বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিকদের একটি অংশ সড়ক অবরোধ করে লোকাল পরিবহন (বাস, মিনিবাস) চলাচল বন্ধ করে দেয়। এর ফলে শুক্রবার ছুটির দিনে বিভিন্ন প্রয়োজনে সড়কে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এসময় তারা যানবাহন চলাচল না করায় ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশায় কয়েকগুণ বেশী ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
সাত কলেজে ভর্তি ইচ্ছুক ছাত্র ইব্রাহিম জানান, আশুলিয়া থেকে ভোরে তিনি ভর্তি পরীক্ষার উদ্দেশে বাড়ি থেকে হন। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত এসে তিনি আর কোন গণপরিবহন না পাওয়ায় তার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা হয়নি।
বাবুল মিয়া নামে একজন পরিবহন মালিক জানান, করোনার ধাক্কায় গত প্রায় দুই বছরে তারা নাজুক অবস্থায় পড়েছেন। ব্যাংকের কিস্তি, সরকারি ট্যাক্স টোকেন, রাস্তার চাঁদা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়তি ভাড়া সবকিছু মিলিয়ে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। পরিবহন ধর্মঘটকে যৌক্তিকতা উল্লেখ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে সৃষ্ট বিশৃঙ্খলার জন্য সরকারকেই দায়ী করেন তিনি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম জানান, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সমূহের ভর্তিচ্ছু শিক্ষার্থী ছাড়াও সরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা পরিবহন ধর্মঘটের কারণে আটকে পড়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় আধ ঘণ্টা সড়ক অবরোধ থাকার পর অবরোধকারীদের বিভিন্ন বাসে তুলে দিয়ে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।