বন্যপ্রাণীর হাত থেকে আমন ক্ষেতের পাকা ধান রক্ষা করার জন্য অবৈধভাবে ধান ক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেওয়া তারে স্পৃষ্ট হয়ে এক বিশাল আকৃতির বন্যহাতির মৃত্যু হয়েছে। শনিবার (৬ নভেম্বর) ভোর আনুমানিক ৪ টার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭নং সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হযরত আজগর আলী শাহ মাজারের পশ্চিম পাশে মইত্তাতলী বিলের ধান ক্ষেতে ঘটনাটি ঘটে।
নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় অনেকে জানান, ওই এলাকার আমন চাষী আমান, মাওলানা নেছার, নুরুল আলমসহ অনেকে ধান রক্ষার্থে ক্ষেতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও ফরেষ্ট বিভাগের কর্মকর্তা জানান, আনুমানিক ৫০ বছরের অধিক বয়সের বিশাল আকৃতির একটি বন্যহাতি ধান ক্ষেতে পড়ে আছে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাতির কাছে গিয়ে দেখা যায়, শুড়ের নিচ অংশে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ফজল করিম সরেজমিন স্পটে গিয়ে মৃত হাতির কাছে গিয়ে হাতিটিকে দেখে ও এলাকার লোকদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছেন বলে জানান, হাতিটি বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছে।
সাতকানিয়া মার্দাশা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া বিদ্যুৎ স্পৃষ্টে এক বন্যহাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন মৃত হাতিটি মা হাতি যার বয়স আনুমানিক ৫০ বছরের অধিক হবে।