মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ঢাবির প্রযুক্তি ইউনিটে পাসের হার ৬৩ শতাংশ

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৭:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ইউনিটটিতে ৭ হাজার ১৬৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৩.৮৫ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৪৯৫টি। শুক্রবার ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৭ নভেম্বর থেকে ২৪ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। বিভিন্ন কোটায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংশ্লিষ্ট কোটার ফরম ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বরের মধ্যে

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে অফিস চলাকালীন একই অফিসে জমা দিতে হবে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি (১০০০ টাকা) প্রদান সাপেক্ষে ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, গ্রামীণফোন ব্যতীত অন্য যেকোনো মোবাইল নম্বর থেকে DU TEC <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করলে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

গত ২৯ অক্টোবর এই ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

 

ইত্তেফাক/ইউবি