মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে। কিন্তু উন্নয়নের স্বার্থে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
শনিবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে এলাকার উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদার, মো. জাহেরুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবুল হোসেন, সাইয়েদা নাইমা আক্তার সুরমা প্রমুখ।
এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।