রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইরাকি প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২:৩৪

বাগদাদের বাসভবনে গুপ্তহত্যার চেষ্টা থেকে বেঁচে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। আজ রবিবার ভোরে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরকভর্তি একটি ড্রোনহামলা চালানো হয়। বার্তা সংস্থা বিবিসি-র খবরে এ তথ্য জানানো হয়।

ইরাকের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে কাদিমির বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাদিমি অক্ষত অবস্থায় রয়েছেন। হামলার হাত থেকে তিনি বেঁচে গেছেন। গ্রিন জোনে বসবাসরত পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, তারা এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শুনেছেন।

এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী আল-কাদিমিকে হাসপাতালে নেওয়া হয়েছে। একটি টুইট বার্তায় তিনি "ইরাকের স্বার্থে সকলের কাছ থেকে শান্ত ও সংযমের" আহ্বান জানিয়েছেন। কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

হামলায় ইরাকি প্রধানমন্ত্রীর নিরাপত্তা দলের কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

 

 

ইত্তেফাক/এফএস