কক্সবাজার-টেকনাফ সড়কের প্রবেশমূখ লিংকরোডে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে সড়ক অবরোধ করেছে শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিক-জনতা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঝিলংজা লিংকরোডে সড়ক টায়ার জ্বালিয়ে, পিলার ফেলে যান ও জনচলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রবিবার (৭ নভেম্বর) বেলা ২টা হতে সাড়ে ৪টা পর্যন্ত সড়কে অবস্থান করেন শ্রমিকলীগ নেতাকর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে রবিবার বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অপরদিকে, কক্সবাজার শহরের প্রধান সড়ক ও বিভিন্ন উপজেলা শহরে দলীয় সহকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে বাস চলাচল বন্ধ থাকলেও আন্ত:জেলা ক্ষুদ্র পরিবহন ও নিজস্ব ব্যবস্থাপনায় কক্সবাজার আসা রোগী, পর্যটকসহ পথচারীরা আটকে যায়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বিপুল পরিমাণ পুলিশ।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর (শুক্রবার) রাত সোয়া ১০ টার দিকে একদল দুর্বৃত্ত মোটর সাইকেল ও সিএনজি যোগে লিংকরোডস্থ মেম্বার কুদরত উল্লাহর অফিসের সামনে এসে অতর্কিত গুলি করে পালিয়ে যায়। এতে গুলিবিদ্ধ হন জহির ও মেম্বার কুদরত। তাদের দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় দুজনকেই রাতে চমেক হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে মারা যান জেলা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম।
হামলায় নিহতের ছোট ভাই বর্তমান মেম্বার কুদরত উল্লাহ সিকদার ঝিলংজা ইউপি নির্বাচনের সদস্য প্রার্থী হিসেবে লড়ছেন।
নিহত জহিরের ভাগিনা আলাউদ্দিন জানান, মামা শ্রমিকলীগ সভাপতি জহিরুল ইসলাম মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে লিংকরোড এলাকায় বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।
কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বলেন, গুলির ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। গুলিবিদ্ধ একজনের মৃত্যু খবরে সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া সম্ভব হয়েছে। অভিযোগ পেলে ঘটনায় জড়িতদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেন এসপি।