শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জানুয়ারির মধ্যে ১২ কোটি ভ্যাকসিন দেওয়া হবে’

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৯:৩৬

আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই অন্তত ১২ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ রবিবার (৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুরে ডিবিএল ফার্মাসিউটিক্যালসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের সব মানুষকেই ভ্যাকসিন দেওয়া হবে। সেজন্যই আমরা ২১ কোটি ডোজ ভ্যাকসিন কিনে রেখেছি। এ মাসে অন্তত ৩ কোটি ডোজ ভ্যাকসিন আসবে। আগামী মাসেও একই পরিমাণ ভ্যাকসিন আসার কথা রয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই ৭ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। যেভাবে বর্তমানে টিকাদান কর্মসূচি চলছে, আশা করি আগামী বছর জানুয়ারির মধ্যে অন্তত ১২ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান, ডিবিএল ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

ইত্তেফাক/জেডএইচডি