শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাঁশখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ২১:০১

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ও বৈলছড়ি ইউনিয়নে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার পানিতে পড়ে নিহত দুই শিশু হলো- বৈলছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলছড়ির আবদুল হালিমের কন্যা মোসাম্মৎ ওয়াজিহা (২) ও সরল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সরল গ্রামের লোকমান হাকিমের ছেলে আব্রার হাকিম (২)।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৈলছড়ির আমির পাড়ায় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মোসাম্মৎ ওয়াজিহা (২) নামে এক শিশুটি। পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায় আব্রার হাকিম নামের এক শিশু। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কানিজ ফাতেমা রূদবা জানান, পরিবারের লোকজন যতদিন পর্যন্ত সচেতন না হবে ততদিন মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। বিগত এক সপ্তাহে ৫ জন শিশু মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। এ ব্যাপারে পরিবারের লোকজনকে সচেতন হতে হবে।

 

ইত্তেফাক/এসআই