শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কানাডায় কূটনীতিকদের মেয়াদ বাড়লো, সঙ্গে রদবদলও

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ২১:০৮

কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ড. খলিলুর রহমানের চাকরির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি করা হয়েছে। গত ২১ অক্টোবর এক সরকারি প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

আগামী ৩১ অক্টোবর তার চাকরির সময়সীমা শেষ হবার কথা ছিল। তার আগে একই দূতাবাসে ড. খলিলকে দুই বছরের চুক্তি নিয়োগ দেওয়া হলো।

তিনি গত পহেলা সেপ্টেম্বর অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে সচিব হন। ড. খলিল ২০২০ সালের ২৮ ডিসেম্বর কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন।

এদিকে টরন্টোস্থ কনস্যুলার জেনারেল নাইম উদ্দিন আহমেদ বদলি হয়ে ঢাকায় ফিরে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বোম্বের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ লুৎফর রহমান। আগামী মাসে নতুন কনস্যুলার জেনারেল টরন্টোস্থ উপ-দূতাবাসে যোগদান করবেন।

২০১৮ সালের ১৭ ডিসেম্বর টরন্টোতে উপ-দূতাবাস চালু করা হলে সেখানে প্রথম কনস্যুলার জেনারেল হিসেবে যোগ দেন নাইম উদ্দিন আহমেদ। 

 

ইত্তেফাক/ইউবি