বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানের বিপক্ষে ভয়ডরহীনভাবে খেলবেন ম্যাক্সওয়েলরা

আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৬:১২

সেমিফাইনালের আগ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দল নিঃসন্দেহে পাকিস্তান। একমাত্র দল হিসেবে অপরাজিত থেকেই সেমিফাইনালে উঠেছে তারা। তাই দুর্বলতা খুব একটা বের হয়নি। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দ্বিতীয় সেমিফাইনালে সেই দলেরই মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর তাদের দমাতেই ভয়ডহীনভাবে খেলতে চান গ্লেন ম্যাক্সওয়েলরা।

ইংল্যান্ডের কাছে হার বাদ দিলে টুর্নামেন্টে অস্ট্রেলিয়া মন্দ খেলেনি। বিশ্বকাপের আগে তাদের ওপেনিং নিয়ে যে দুশ্চিন্তা ছিল, সেটাও এখন কেটে গেছে। রানে ফিরেছেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। তাদের ফর্ম মিডল অর্ডার ব্যাটারদের স্বাধীনভাবে খেলার 'লাইসেন্স' দিয়েছে বলে জানালেন ম্যাক্সওয়েল।

সেমিফাইনালের আগে এই হার্ডহিটার ব্যাটার বলেন, 'আমাদের জন্য মন্ত্রটাই হলো স্বাধীনভাবে খেলা। এই কারণে আমাদের শক্তিশালী টপ অর্ডার রয়েছে। আবার অতিরিক্ত একজন ব্যাটার নিয়েও খেলছি আমরা। তাই আমাদের ব্যাটিং লাইনআপটা ভালোই বলতে হবে।'

দুর্দান্ত ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া

সুপার টুয়েলভ রাউন্ডে সেই অর্থে হাত খুলে খেলার সুযোগ হয়নি ম্যাক্সওয়েলের। পাঁচবার ব্যাটিংয়ে নেমে দুইবারই ছিলেন শূন্য রানে অপরাজিত। তাতেই বোঝা যাচ্ছে টপ অর্ডারে দলটির সক্ষমতা কতটুকু। ম্যাক্সওয়েল সেটাই বললেন, 'টুর্নামেন্টে ৫, ৬ ও ৭ নম্বর ব্যাটারকে আমরা ব্যবহার করিনি বলা যায়। এ থেকেই বোঝা যায় আমাদের টপ অর্ডার কতটা ভালো খেলেছে। গত দুই ম্যাচে দুর্দান্ত খেলেছে মার্শ। ফিঞ্চ ও ওয়ার্নার সঠিক সময়েই চূড়ায় উঠেছেন। তাই আমরা খুব ভালো অবস্থানে আছি।'

ম্যাক্সওয়েল আরও বলেন, ‘অনেক দলকেই দেখেছি, উইকেট ধরে রেখে শেষের দিকে রান তুলতে চায় এবং স্বাধীনভাবে খেলার সুযোগ দেয়। কিন্তু আমরা ইনিংসের শুরু থেকেই স্বাধীনভাবে খেলে পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহার করে খেলার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে চাই।’

ইত্তেফাক/টিএ