শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোহলির আরও একটি রেকর্ড ভাঙলেন বাবর

আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২২:৩৯

পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন বাবর আজম। গড়ছেন একের পর এক রেকর্ড। এমনকি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার ও ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন। এবার কোহলির আরও একটি রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানের অধিনায়ক।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড গড়েছেন বাবর আজম। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৩৯ রান করেন তিনি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম ম্যাচ খেলে আড়াই হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন সাদা বলের ক্রিকেটের নাম্বার ওয়ান এই ব্যাটার।

বাবর আজম

২৫০০ রানের মাইলফলক স্পর্শ করতে বাবরের লেগেছে ৬২ ইনিংস। অন্যদিকে, ৬৮তম ইনিংসে গিয়ে এই মাইলফলকে পা রেখেছিলেন বিরাট কোহলি।

এই তালিকার শীর্ষ পাঁচে থাকা অন্যরা হলেন- অ্যারন ফিঞ্চ (৭৮ ইনিংস), মার্টিন গাপটিল (৮৩ ইনিংস) ও পল স্টার্লিং (৮৯ ইনিংস)।

ইত্তেফাক/টিএ