বিএনপি-জামায়াত সরকার রেলকে উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘রেলওয়েকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশে রেলকে সম্প্রসারণ করার কাজ হাতে নেওয়া হয়েছে।’ শুক্রবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ঢাকা-কুড়িগ্রাম রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস নামে ট্রেন চালু করা হয়েছে। ট্রেনটিকে উলিপুর স্টেশন পর্যন্ত চলাচলের জন্য আধুনিকায়ন করা হচ্ছে। পরবর্তী সময়ে রমনা স্টেশন পর্যন্ত চালু করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী চিলমারী নদীবন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। বন্দরটির সঙ্গে রেল-নৌ যোগাযোগের জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। যেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মোচিত হয়।’
এই সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, মহাপরিচালক ডিএন মজুমদার, মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ্, অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল হাসান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ্ সুফি নুর মোহাম্মদ, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ,লীগ সভাপতি মো. জাফর আলী, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম জেলা আ,লীগ সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।