বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অজিদের ১৭৩ রানের লক্ষ্য দিলো কিউইরা

আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২১:৫০

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে গ্যালারিতে দর্শকের উত্তাপ কিছুটা কম। তবে ব্যাট হাতে ঠিকই উত্তাপ ছড়ালেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার ৪৮ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়াকে ১৭৩ রানের লক্ষ্য দিয়েছে কিউইরা।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরু থেকেই কিউই ব্যাটারদের চেপে ধরেন অস্ট্রেলিয়ার বোলাররা। একমাত্র ব্যতিক্রম ছিলেন কেন উইলিয়ামসন। তার ঝড়ো ইনিংসের ওপর ভর করে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

অজিদের মধ্যে সবচেয়ে সফল বোলার ছিলেন জস হ্যাজলউড

দলটির পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন উইলিয়ামসন। এছাড়া মার্টিন গাপটিল ২৮, গ্লেন ফিলিপস ১৮ ও জেমি নিশাম ১৩ রানে অপরাজিত থাকেন। অজি বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন জস হ্যাজলউড। নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। অন্য উইকেটটি নেন অ্যাডাম জাম্পা।

তবে সবচেয়ে খরুচে ছিলেন মিচেল স্টার্ক। তিনি ৪ ওভারে ৬০ রান খরচ করেছেন। নিশ্চিতভাবেই এই স্পেলটি ভুলে যেতে চাইবেন এই পেসার।

ইত্তেফাক/টিএ

এ সম্পর্কিত আরও পড়ুন