এক ব্রিটিশ নারী মাত্র ৪০ মিনিট, ৪ সেকেন্ডে ১০ কিলোমিটার দৌড়ে নাম লিখিয়েছেন গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। অবশ্য, এই যাত্রায় তিনি একা ছিলেন না। সাথে সঙ্গী ছিলো তার ১ বছর বয়সী পুত্র সন্তান।
৩৬ বছর বয়সী হিদার হ্যান ইংল্যান্ডের সেইন্ট আলবানসের বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী। এই বিষয়ে তিনি হার্টস এডভাইজারকে বলেন, গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠাতে পেরে আমি আনন্দিত। নিজের সন্তানকে সাথে নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারার অনুভূতি সত্যিই দারুণ।
তার এই অর্জন অন্য মায়েদেরও উৎসাহিত করবে বলে বিশ্বাস করেন তিনি। হিদার হ্যান আশা প্রকাশ করে বলেন, তার এই রেকর্ডও অন্য কোনো মা খুব তাড়াতাড়ি ভাঙবেন।