শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খালেদা জিয়াকে নিয়ে হঠাৎ ‘উত্তপ্ত রাজনীতি’

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৭:৫০

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে হঠাৎ ‘উত্তপ্ত’ হয়ে উঠেছে রাজনীতি। বিএনপি নেতারা খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতির দাবিতে জাতীয় সংসদসহ বিভিন্ন স্থানে বক্তব্য দিচ্ছেন। এমনকি জাতীয় সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দলটির সংসদ সদস্যরা। অন্যদিকে, বিএনপি এমপিদের হুমকির জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি যে দাবি করছে, তা আইনের বইয়ে নেই।’  

শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকারের কাছে আবারও আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর থেকেই মূলত হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি।

গত বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ জানান। এছাড়া খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের শরিকরা। বৃহস্পতিবার এক বিবৃতিতে জোটের শরিক এলডিপি, লেবার পার্টি, জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা এ দাবি জানায়।

খালেদা জিয়াকে মানবিক দিক বিবেচনায় দুই-এক দিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। তিনি বলেন, ‘বিএনপির ছয়জন (সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছাড়া) এই সংসদে আছেন। খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়ার অনুমতি না দেওয়া হয়, তাহলে আমরা পদত্যাগ করতে প্রস্তুত আছি।’

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, ‘পদত্যাগের বিষয়ে সংসদে দেওয়া জিএম সিরাজের বক্তব্যের সঙ্গে আমরা একমত। ম্যাডামের (খালেদা জিয়া) মুক্তি ও সুচিকিৎসা নিয়ে তার পরিবার ও দল থেকে বারবার দাবি জানিয়ে আসছে। বিএনপি চেয়ারপারসনের কোনো দুর্ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব সরকারের ওপর পড়বে। তখন পার্লামেন্ট থেকে আমরা বেরিয়ে যেতে পারি।’

এদিকে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, ‘বিএনপি যে দাবি করছে, তা আইনের বইয়ে নেই। তারা (বিএনপি) আমাকে যত খুশি গালি দিতে পারেন, তাতে আমার কিছু আসে যায় না। আমি আইন মোতাবেক চলবো।’

এদিকে, শুক্রবার (১৯ নভেম্বর)) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে  আয়োজিত এক  অনুষ্ঠানে বিএনপি  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘আইনমন্ত্রী বললেন, ‘খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি সুযোগ নেই’—এটা ডাহা মিথ্যা কথা। আইনি সুযোগ রয়েছে। যে ফৌজদারি আইনের ৪০১ ধারার কথা বলছেন, সেখানেই বলা আছে যে সরকার চাইলে তাকে মুক্তি দিতে পারেন, বিদেশে পাঠাতে পারেন চিকিৎসার জন্য, সরকার চাইলে পুরোপুরি মওকুফ করে দিতে পারেন। কিন্তু তাদের লক্ষ্য তো একটাই, খালেদা জিয়াকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়ে, এখন তাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সে কারণে তারা তাকে এই সুযোগ দিতে চাচ্ছে না।’’

ইত্তেফাক/এনই