বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আগামী বছর বিশ্বকাপ খেলবে না নিউজিল্যান্ড

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৩:২০

আগামী বছর(২০২২সালে) অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ১০টি মাঠে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। এখানে দল পাঠাবে না বলে জানিয়ে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

যার কারণ হিসেবে জানা যাচ্ছে, নিউজিল্যান্ডের করোনা পরিস্থিতির কথা। করোনা সংক্রান্ত বাধানিষেধ এখনও শিথিল হয়নি নিউজিল্যান্ডে। অন্য দেশের নাগরিক নিউজিল্যান্ডে গেলে তাকে পড়তে হয় কঠোর কোয়ারান্টাইনের মুখে। এ কারণেই নিউজিল্যান্ড তাদের যুব দলকে বিশ্বকাপ খেলতে পাঠাচ্ছে না।

যারা ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বও অতিক্রম করতে পারেনি, সেই স্কটল্যান্ডের  কপাল খুলে যাচ্ছে এর ফলে। নিউজিল্যান্ড না খেলায় টুর্নামেন্টের ১৬ তম দল হিসেবে তাদের নেওয়া হয়েছে। আগামী বছরের ১৪ জানুয়ারি থেকে ১৬টি দেশকে ৪টি গ্রুপে ভাগ করে শুরু হবে এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

 

ইত্তেফাক/এফএস