জনপ্রিয় ইলেকট্রনিক গাড়ি নির্মাতা টেসলার গাড়ি আনলক করতে প্রয়োজন হয় একটি মোবাইল অ্যাপ্লিকেশনের। মডেলভেদে এই কোম্পানির বিভিন্ন গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট ও কার্ডের মাধ্যমে আনলকের সুবিধা রয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) এই অ্যাপ কিছুক্ষণ অফলাইনে থাকায় বিশ্বজুড়ে নিজের গাড়িতে ঢুকতে পারেননি টেসলা গাড়ির মালিকদের অনেকে। শনিবার (২০ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, কয়েক ডজন টেসলার মালিক মোবাইল অ্যাপে ত্রুটি দেখা দেওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার এক অভিযোগকারীর বিষয়টি নিজেই খতিয়ে দেখেছেন টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক।
মাস্ক পরে জানিয়েছেন, 'অ্যাপটি আবার অনলাইনে ফেরত এসেছে।' শুক্রবার বিকেলে অন্তত ৫০০ টেসলা ব্যবহারকারী সমস্যাটির কথা জানান। দ্য কার এক্সপার্ট ওয়েবসাইটের সম্পাদক স্টুয়ার্ট ম্যাসন, অ্যাপটি গাড়ি অ্যাক্সেস করার একমাত্র উপায় হওয়া উচিত নয়।